• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

আত্মসমর্পণ করা ২৮৪ জলদস্যুকে ঈদ উপহার দিলো র‍্যাব-৮

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ জুন ২০২৪  

আত্মসমর্পণ করা সুন্দরবনের ২৮৪ জলদস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র‍্যাব। বুধবার (১২ জুন) খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার জলদস্যুদের মাঝে এসব বিতরণ করা হয়।

র‌্যাব জানায়, ২০১৬ সালের ৩১ মে থেকে ২০১৮ সালের ১ নভেম্বর পর্যন্ত ২৭টি বাহিনীর ২৮৪ জন জেলে আত্মসমর্পণ করে। ঈদুল আজহা উপলক্ষ্যে তাদের মাঝে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, গুড়া দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ ও ব্যাগ দেয়া হয়েছে।

খুলনার জিরো পয়েন্টে ২৬ জন, চুকনগর বাজারে একজন, তালা বাজারে ৩ জন, আকড়ঘাটায় ২ জন এবং কয়রা উপজেলায় ১৪ জনকে অধিনায়ক লে. কর্নেল যুবায়ের আলম ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম খাবার সামগ্রী বিতরণ করেন। সাতক্ষীরার মুন্সিগঞ্জে ৫৫ জন, সদর কোর্টে ৭ জনকে ঈদ উপহার দেন এএসপি রেজাউল করিম।

এছাড়াও বাগেরহাটের সাইনবোর্ড এলাকায় ৩০ জন, ভাগা এলাকায় ৮১ জন ও মংলা এলাকায় ৬২ জনকে র‌্যাব-৮ এর পক্ষ থেকে উপহার দেয়া হয়েছে।