• সোমবার ০১ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৩ জ্বিলহজ্জ ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ঝালকাঠিতে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ জুন ২০২৪  

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বুধবার ঝালকাঠিতে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাশক (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মামুন শিবলির সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপরিচালক শাহপার পারভীন, ঝালকাঠি প্রেসক্লঅবের সাধারণ সম্পাদক মোঃ আককাস সিকদার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মশিউর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক শুকলাল বৈদ্য, জেলা তথ্য অফিসারের পক্ষে মোঃ জাকির হোসাইন, কিশোরী বীথি শর্মা বনিক প্রমুখ।

পরিবার পরিকল্পনা বিভাগের এমসিএইচ অপারেশণ প্লানের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় ৪২ জন বিভিন্ন শেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। কর্মশালায় কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, কৈশোর সহিংসতা বা নির্যাতন, কৈশোরকালীন পুষ্টি, কিশোর-কিশোরীদের মানসিক সমস্যা ও মাদকাসক্তি এবং মা ওশিশু স্বাস্থ্যসেবাসহ পরিবার পরিকল্পনার নানা বিষয় নিয়ে ধারণা দেয়া।