• বুধবার ০৩ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৮ ১৪৩১

  • || ২৫ জ্বিলহজ্জ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

বাংলাদেশ বেতার প্রাচীন শক্তিশালী গণমাধ্যম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারীদের স্মরণ করে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, বাংলাদেশ বেতার প্রাচীন শক্তিশালী গণমাধ্যম। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অপরিসীম।

শনিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (রজতজয়ন্তী) উদযাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাংলাদেশ বেতার থেকে প্রচারের ফলে আজও কালের সাক্ষী হয়ে রয়েছে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৯৯ সালের ১২ জুন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র উদ্বোধন করেছেন। সেই থেকে এই কেন্দ্র স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির বিশেষ অবদান রাখছে।

তিনি বলেন,২০৪১ সালের মধ্যে আমরা সমৃদ্ধশীল দেশে পৌঁছাবো, তাই আমাদের সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক।  

অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য দেন, বরিশাল রেঞ্জের পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহিদুল্লাহ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো.শওকত আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোবাহান হোসেন, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান)  সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বেতারের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।