• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৪ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

পিরোজপুর সংবাদ

দেশের সব নাগরিকের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ জুন ২০২৪  

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘বাদী, আসামিসহ দেশের সব নাগরিকের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে। দেশের সবার জন্য ন্যায্য বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।'

সোমবার (২৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ স্থাপিত নয়কুঞ্জ নামক বিশ্রামাগার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, “দ্রুত বিচার নিশ্চিত করতে মামলার ভিড়ই প্রধান বাধা। পরিস্থিতি উত্তরণে মামলার ভিড় কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।”

প্রধান বিচারপতি আরও বলেন, “আদালতে আসা মামলাকারী, আসামি ও সাক্ষীরা বিশ্রামাগারের অভাবে চরম ভোগান্তির শিকার হন। তাদের দুর্ভোগ লাঘবে এখানকার মতো প্রতিটি আদালত চত্বরে ‘নয়কুঞ্জ’ নামে বিশ্রামাগার স্থাপনের অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে।”

এ সময় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মোঃ মশিয়ার রহমান, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ, জেলা প্রশাসক (ডিসি) মীর মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডলসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।'