• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

পিরোজপুর সংবাদ

৭ দিন পর পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন শুরু

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

সাত দিন পর উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দেশের বৃহত্তম তাপবিদ্যুৎকেন্দ্র পায়রা। সোমবার বিকেল সাড়ে চারটা থেকে কেন্দ্রটির ইউনিট-১–এর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ মনি জিকো বলেন, ২৪ জুন থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়মিত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। যে কারণে এত দিন প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনও বন্ধ ছিল। একটা নির্দিষ্ট সময় পরপর রক্ষণাবেক্ষণকাজ করতে হয়। রক্ষণাবেক্ষণ শেষে ৪ জুলাই প্রথম ইউনিট চালু করার কথা ছিল। কিন্তু দেশের বিদ্যুতের চাহিদার কথা চিন্তা করে দ্রুত রক্ষণাবেক্ষণকাজ শেষ করে আজই প্রথম ইউনিট সচল করে চালু করা হয়।
২০১৩ সালে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে ১ হাজার ২ একর জমি অধিগ্রহণের মাধ্যমে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। এখানে ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিট চালু করা হয়েছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) যৌথ বিনিয়োগে ২০২০ সাল থেকে পর্যায়ক্রমে এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। এতে দেশের বিদ্যুতের চাহিদার সিংহভাগ পূরণ করে আসছে কেন্দ্রটি।