• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ভোলায় বাগদা চিংড়ি ৫০ হাজার রেনু জব্দ করে নদীতে অবমুক্ত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন এলাকা থেকে ৫০ হাজার বাগদা ও গলদা চিংড়ির পোনা জব্দ করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।
সোমবার রাতে ভোলা সদর মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদফতর এবং থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার শিবপুর  ইউনিয়নের মেঘনা নদীর ভোলার খাল সংলগ্ন এলাকা থেকে এসব চিংড়ির রেণু জব্দ করে। পরে জব্দ করা চিংড়ির রেণু মেঘনা  নদীতে অবমুক্ত  করা হয়।

এসময় এর সঙ্গে জড়িত রাশেদ নামে এক যুবকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। এসময় উপস্থিত ছিলেন ভেলা সদর মডেল থানার এস আই জুয়েল ও সঙ্গী ফোর্স এস আই হাসান উপস্থিত ছিলন।

ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বলেন, ভোলা জেলা প্রশাসেকর নির্দেশে আমাদের ভোলা সদর মডেল থানার চৌকস পুলিশ বাহিনী ও মৎস অফিসের সহযোগিতায় ভোলার খাল সংলগ্ন এলাকা থেকে আমরা একটি দোকান ঘর থেকে চিংড়ি মাছে ৫০ হাজার রেনুপোনা জব্দ করেছি। পরবর্তীতে এই সব রেনুপোনা মেঘনা নদীতে অবমুক্ত করে দেওয়া হয়েছে। এর সাথে জড়িত একজনকে ৫ হাজার টাকা জরিবানা করা হয়েছে।

রেনুপোনা শিকার বন্ধে পুলিশ,কোস্টগার্ড,নৌপুলিশ ও মৎস অফিসের অভিযান অব্যাহত আছে। যারা রেনুপোনা শিকারের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।