• শুক্রবার ০৫ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ২১ ১৪৩১

  • || ২৭ জ্বিলহজ্জ ১৪৪৫

পিরোজপুর সংবাদ

কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও, ৯৭ লাখ উদ্ধার করলো পুলিশ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

চট্টগ্রামে ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় মো. মাসুদুল আলম (৩০) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ব্যবসায়ীর চুরি হওয়া ৯৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা দোভাষী বাজার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদুল আলম আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের গহিরা বাঁচামিয়ার মাঝির হাট এলাকার এয়ার মোহাম্মদের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম কোতোয়ালি থানার এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, ফলমন্ডির ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাতের মামলায় তথ্য প্রযুক্তির সহায়তায় এক আসামির অবস্থান চিহ্নিত করা হয়। এরপর অভিযান চালিয়ে মাসুদুল আলম নামের এক যুবককে গ্রেফতার করি। তার কাছ থেকে ৪৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। তবে মূল আসামি দোকান ম্যানেজার আবদুল কাদির এখনো পলাতক।

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গত ২৮ জুন নগরীর বিআরটিসি ফলমন্ডি মেনস সুপার মার্কেটের মেসার্স তৈয়্যবিয়া ফার্ম নামের প্রতিষ্ঠানের ক্যাশ থেকে এক কোটি ৮ হাজার টাকা নিয়ে দোকান ম্যানেজার আবদুল কাদির পালিয়ে যান। এ ঘটনায় দোকান মালিক কোতোয়ালি থানায় মামলা করেন।

এরপর অভিযান চালিয়ে ২৯ জুন বাকলিয়া থানার বলিরহাট এলাকায় এক বাসা থেকে ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার গহিরা বেড়িবাঁধ এলাকা থেকে মাসুদুল আলম নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক তাদের বসতঘর থেকে ৪৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার মাসুদ মূল আসামি আবদুুল কাদিরের খালাতো ভাই।