• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

ব্যাংকের খরচে কর্মকর্তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ জুন ২০২৪  

আবারও ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ ব্যাংক। তবে ব্যক্তিগত প্রয়োজনে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

ব্যাংকের খরচ বাঁচাতে বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে কয়েক দিন আগেও ৩০টি ব্যাংকের এমডিসহ ৪৫ জন কর্মকর্তা ডলার খরচ করে বিদেশ ভ্রমণ করে এসেছেন।

এর আগে ২০২২ সালে ব্যাংকারদের ‘ব্যক্তিগত’ বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা ও কর্মীদের সব ধরনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে তখন বলা হয়েছিল, ব্যাংকের অনুমতি ছাড়া ‘ব্যক্তিগত’ খরচেও তারা বিদেশে যেতে পারবেন না। এর কিছুদিন পর অবশ্য ব্যাংকের খরচে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। দীর্ঘ দুই বছর পর

আবারও ব্যাংকের খরচে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং ব্যক্তিগত প্রয়োজনে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা শিথিলের নির্দেশনা এলো।

জানা গেছে, রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলারের সংকট নিরসনে দীর্ঘদিন ধরেই বিলাসপণ্য আমদানি নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। তার অংশ হিসেবে আবারও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন না। তবে নিজ ব্যাংকের কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে নিজস্ব অর্থায়নে চিকিৎসা ও হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে বলে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকাসাপেক্ষে জরুরি চিকিৎসা গ্রহণের জন্যও ববিদেশ যেতে পারবেন।