• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

মঠবাড়িয়া উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ জুন ২০২৪  

উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, গত ২৯ মে তৃতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়া উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে তা স্থগিত করা হয়। কমিশনের ঘোষণা অনুযায়ী রোববার ৯ জুন সে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঠবাড়িয়া উপজেলায় ১টি পৌরসভার ১১টি ইউনিয়নের ২ লাখ ২৬ হাজার ২২০ জন ভোটার ৮৮টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৬৬৯ জন এবং নারী ভোটার ১ লাখ ১১ হাজার ৫৫০ জন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মাধুবী রায় জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, বিজিবি, আর্ম পুলিশ ও সাদা পোশাকের পুলিশসহ পর্যাপ্ত পরিমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। ভোটাররা যেনো নির্বিঘ্নে ভোট দিতে পারে সে লক্ষে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।